বিনা সাহারীতে রোযা রাখা

প্রশ্ন

  যদি কেউ  নিয়মিত নফল রোজা রাখে,,কিন্তু সেহরিতে সময়মত উঠতে নাপারার কারণে সেহরি না খাওয়া হয়,সে ক্ষেত্রে নফল রোজা হবে কি হবেনা ? অনুগ্রহ করে জানিয়ে বাধিত করিবেন 

প্রশ্নকারীর নাম: আতিয়ার রহমান

প্রশ্নকারীর ঠিকানা: বাগনান op

প্রকাশিত: 25-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৩২

  সাহারী খাওয়া মুস্তাহাব। অতএব  সাহারী ছাড়াও  নফল, ফরয সব ধরনের রোযা শুদ্ধ হবে। তবে সাহারী খাওয়াতে সাওয়াব ও বরকত আছে। ( ফাতাওয়া দারুল উলুম ৬/৩০৭ ) 
  নবী ( সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেনঃ তোমরা সাহরী খাও। কেননা সাহরীতে বরকত রয়েছে।   ( সহিহ বুখারী, হাদিস নং ১৯২৩ )

 

 

        স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024)


উত্তর দেখা হয়েছে : 112