প্রশ্ন
নামাজে ভুলের কারণে শেষ বৈঠক না করে দাঁড়িয়ে গেলে করণীয় কি ?
প্রশ্নকারীর নাম: কামাল শেখ
প্রশ্নকারীর ঠিকানা: পোস্ট ভগিরথপুর মুর্শিদাবাদ
প্রকাশিত: 27-07-2024
উত্তর
ফতওয়া নং ৪৪১ভুলবশত শেষ বৈঠক না করে দাঁড়িয়ে থাকলে পঞ্চম রাকআতের সেজদা করার আগে যখনই স্মরণে আসবে, বসে যাবে। তারপর তাশাহহুদ পড়ে নিয়ম অনুযায়ী সেজদায়ে সাহো সহ নামায পরিপূর্ণ করবে। আর যদি পঞ্চম রাকআতের সেজদা করা হয়ে গিয়ে থাকে তাহলে এই নামায বাতিল বলে গণ্য হবে এবং পুণরায় পড়া আবশ্যক হবে। ( ফাতাওয়া আলমগীরী ১/১২৯ )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৩ সফর, ১৪৪৬ হিজরী (09/08/2024)
উত্তর দেখা হয়েছে : 166