পাগড়ি পরিধান করে নামায পড়া

প্রশ্ন

   পাগড়ি পড়ে নামায পড়লে বা পড়ালে সাওয়াব বেশি পাওয়া যাবে. ?

প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ ওলিউল্লাহ।

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম লালমোহন পুর,পোস্ট মোহুবোনা,থানা সদাই পুর,(সিউড়ী)জেলা বীরভূম।

প্রকাশিত: 30-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৪২

    পাগড়ি পরা সাওয়াবের কাজ। পাগড়ি পরে নামায পড়া মুস্তাহাব। দূর্বল সূত্রে বর্ণিত একটি হাদীসে আছে যে, “বিনা পাগড়িতে আদায় কৃত  নামাযের তুলনায় পাগড়ি পরে আদায়কৃত নামাযের সাওয়াব পচিশ গুণ বেশি।” কিন্তু বিনা পাগড়িতে নামায পড়াও জাইয; মাকরূহ নয়। তবে যেখানে পাগড়ির প্রচলন এত বেশি যে, পাগড়ি ছাড়া সমাবেশে যাওয়ার নিয়ম নেই সেখানে বিনা পাগড়িতে নামায পড়া মাকরূহ। ( ফাতাওয়া মাহমুদিয়া ৬/৪২ )

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৩ সফর, ১৪৪৬ হিজরী (09/08/2024)


উত্তর দেখা হয়েছে : 161