সন্তান না হলে করনীয়

প্রশ্ন

  সম্মানিত মুফতি সাহেব, আমার প্রশ্ন এই,যে সন্তান না হলে স্বামী-স্ত্রীকে কী আমল করতে হবে,তাহলে আল্লাহ তা'আলা চাইলে সন্তান হবে, একজন হাপিজ সাহেব বলেছেন যে সুরাহ মারিয়াম ফজরের নামাজের পরে স্বামী ও স্ত্রীকে তেলাওয়াত করতে এটা ঠিক ? সম্মানিত মুফতি সাহেব-বিস্তারিত বললে খুব উপকৃত হতাম। ( আমার জন্য দু-আ করবেন )

প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ ওলিউল্লাহ।

প্রশ্নকারীর ঠিকানা: সিউড়ী- জেলা বীরভূম। পিন ৭৩১১০২

প্রকাশিত: 30-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৪৩

   প্রতিদিন ফজরের নামাযের পর আগে-পরে তিনবার দরূদ শরীফ সহ ৩১৩ বার করে رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ  চল্লিশ দিন পর্যন্ত পড়তে থাকবে। তা ছাড়া অধিক পরিমাণে ইস্তেগফার করতে থাকবে। ( সুরা নূহ্ )

 

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৩ সফর, ১৪৪৬ হিজরী (09/08/2024)


উত্তর দেখা হয়েছে : 552