মাসজিদে প্রবেশ করা ও বার হওয়ার সুন্নাত

প্রশ্ন

  সম্মানিত মুফতি সাহেব, আমার জানার বিষয় এই যে' মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সুন্নত কয়টি ও কী কী ? মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার পদ্ধতি কী.?

প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ ওলিউল্লাহ,

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাল লালমোহন পুর,পোস্ট-মহুবোনা,থানা সদাইপুর,(সিউড়ী) বীরভূম। পিন ৭৩১১০২

প্রকাশিত: 31-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৪৪

   মাসজিদে প্রবেশের পাঁচটি সুন্নাত। (১) ডান পা আগে রাখা (২) বিসমিল্লাহ পড়া (৩) দরূদ শরীফ পড়া (৪) দু’আ পড়া (৫) ইতেকাফের নিয়্যত করা। 
মাসজিদ থেকে বার হওয়ার চারটি সুন্নাত। (১) বাম পা আগে বার করা (২) বিসমিল্লাহ্ পড়া (৩) দরূদ শরীফ পড়া (৪) দু’আ পড়া। ( পিয়ারে নবী কী পিয়ারী সুন্নাতেঁ, পৃষ্ঠা ১২ )

 

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৩ সফর, ১৪৪৬ হিজরী (09/08/2024)


উত্তর দেখা হয়েছে : 562