তেলাওয়াতের শেষ “সদাকল্লাহুল আজীম” বলা

প্রশ্ন

   সম্মানিত মুফতি সাহেব,আমার প্রশ্ন এই যে, কুরআন শরীফ তিলাওয়াত শেষে সদাকল্লাহুল আজিম বলা কী.? এটা বলা ওয়াজিব,সুন্নত,মোস্তাহাব- আবার অনেকের মতে এটা বিদআত.? হুজুর বিস্তারিত বললে খুব উপকৃত হতাম, জাযাকাল্লাহু খোইর।

প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ ওলিউল্লাহ,

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম লালমোহন পুর,থানা সাদাই পুর,(সিউড়ী) বীরভূম-পিন নাম্বার ৭৩১১০২

প্রকাশিত: 31-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৫১

  তেলাওয়াতের শেষে “সদাকল্লাহুল আজীম” বলা  তেলাওয়াতের আদব সমূহের অন্তর্ভুক্ত। বিদআত বা সুন্নাত নয়। ( হাশিয়াতুন্নেহায়া···২/৪৩ )

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১১ সফর, ১৪৪৬ হিজরী (17/08/2024)


উত্তর দেখা হয়েছে : 176