প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব,আমার প্রশ্ন এই যে ১/ উযুর সুন্নত ও ওয়াজিব কয়-টি,ও কী কী.? ২/ উযু ভঙ্গের কারণ কয়টি ও কী কী.?
প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ আহসানুল্লাহ,
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম লালমোহন পুর,থানা সদাই পুর,(সিউড়ী)বীরভূম-পিন নাম্বার ৭৩১১০২
প্রকাশিত: 31-07-2024
উত্তর
ফতওয়া নং ৪৪৬ ওযুর সুন্নত তেরটি। (১) নিয়ত করা, (২) বিস্মিল্লাহ পড়া, (৩) প্রথমে তিনবার উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া, (৪) মেসওয়াক করা, (৫) তিনবার কুল্লি করা, (৬) তিনবার নাকে পানি দেয়া, (৭) দাড়ি খেলাল করা, (৮) হাত ও পায়ের আঙ্গুল খেলাল করা, (৯) পত্যেকটি অঙ্গ তিন তিনবার করে ধোয়া, (১০) একবার পুরো মাথা মসেহ করা অর্থাৎ, ভেজা হাত ফেরানো, (১১) উভয় কান মসেহ করা, (১২) ধারাবাহিকভাবে ওযু করা এবং (১৩) পরপর ওযু করা অর্থাৎ, একটি অঙ্গ শুকোবার পূর্বেই অন্য অঙ্গটি ধুয়ে নেয়া।
প্রসিদ্ধ মতে উজুর মধ্যে কোনো ওয়াজিব নেই।
আটটি কারণে ওযু ভেঙ্গে যায়। (১) পায়খানা পেশাব করা কিংবা পায়খানা পেশাবের রাস্তা দিয়ে অন্য কোন কিছু বের হওয়া, (২) বাতকর্ম অর্থাৎ, পেছনের পথে বায়ু নির্গত হওয়া, (৩) দেহের যে কোন জায়গা থেকে রক্ত কিংবা পুঁজ বের হয়ে প্রবাহিত হওয়া, (৪) মুখ ভরে বমি করা, (৫) শুয়ে কিংবা কোন কিছুতে হেলান দিয়ে ঘুমানো, (৬) রোগ কিংবা অন্য কোন কারণে অজ্ঞান হয়ে পড়া, (৭) পাগল হয়ে যাওয়া এবং (৮) নামাযের ভেতরে সশব্দে হাসা। ( তালীমুল ইসলাম )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৩ সফর, ১৪৪৬ হিজরী (09/08/2024)
উত্তর দেখা হয়েছে : 315