প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব,আমার প্রশ্ন এই যে,১/ বিবাহের সময় যে দেনমোহর দেওয়া হয়,সেই দেনমোহর সর্বনিম্ন সোনা-চাঁন্দি-বা কতটাকা লাগবে,? ২/ অনেকেই বলেন যে মুহাম্মাদ ( সঃ ) এক কিলো কিছু কম বেশি খাজুর-বা একটি কুরআন শরীফ,বা জায়নামাজ দিয়ে বিবাহ পড়িয়েছেন,তাহলে এখন কেন হবে না,যতসব নতুন নতুন হাদিস, হুজুর বিস্তারিত বললে খুব উপকৃত হতাম।
প্রশ্নকারীর নাম: নাম- সেখ আইয়ুব, পিতা-মাওলানা মুস্তাকিম।
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম লালমোহন পুর,থানা সদাই পুর,(সিউড়ী)বীরভূম-পিন- ৭৩১১০২
প্রকাশিত: 31-07-2024
উত্তর
ফতওয়া নং ৪৪৭মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১০ দিরহাম। যার বর্তমান ওজন ৩০ গ্রাম ৬১৮ মিলিগ্রাম। এর মূল্য বাজার অনুপাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তবে এখনও পর্যন্ত এই পরিমাণ রূপোর মূল্য তিন হাজার টাকার মধ্যে মধ্যে আছে। এই পরিমাণটি যেহেতু মহরের সর্বনিম্ন পরিমাণ তাই এর কম মহর নির্ধারণ করা জাইয নয়। যদিও এর বেশির কোনো পরিমাণ নির্দিষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ফাতেমা রাযিয়াল্লাহু আনহার মহর নির্ধারণ করেছিলেন ১ কিলো ৬৩৫ গ্রাম। যা দশ দিরহামের চেয়ে অনেক বেশি। ( মাসাইলে রফআত )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৩ সফর, ১৪৪৬ হিজরী (09/08/2024)
উত্তর দেখা হয়েছে : 577