প্রশ্ন
শায়েখ, আমার একটি প্রশ্ন হল আমি দেখেছি কিছু কিছু মসজিদের ইমাম সাহেব আজান দেন আবার ইমাম সাহেব নামাজ পড়ান অর্থাৎ কমিটির পক্ষ থেকে কোন মুয়াজ্জিন সাহেব নির্দিষ্ট করা থাকে না । অতএব উক্ত বিষয়টা শরীয়ত সম্মত কিনা এবং এভাবে আজান ও নামাজ উভয় দায়িত্ব পালন করার বিষয় নিয়ে শরীয়াতের সঠিক মাসয়ালা টি আপনার কাছে জানতে চাই ।
প্রশ্নকারীর নাম: মো: সাইফুদ্দিন সরদার
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম+পো: -বরুণহাট
প্রকাশিত: 06-08-2024
উত্তর
ফতওয়া নং ৪৪৯একই ব্যক্তি ইমাম ও মুয়াজ্জিন হওয়া দোষনীয় নয়। অতএব, যিনি আযান দিয়েছেন, তিনিই যদি নামায পড়ান, তাতেও কোনো দোষ নেই। ( শামী সহ দুর্রে মুখতার ১/৪০১ )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১১ সফর, ১৪৪৬ হিজরী ( 17/08/2024 )
উত্তর দেখা হয়েছে : 252