প্রশ্ন
ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার পরে যে টাকাটা অতিরিক্ত গ্রাহককে দেওয়া হয়, সেটা কি হালাল হবে? আর যদি না হয়, তাহলে কেন ?
প্রশ্নকারীর নাম: A Molla
প্রশ্নকারীর ঠিকানা: Basirhat
প্রকাশিত: 09-08-2024
উত্তর
ফতওয়া নং ৪৫২ যেহেতু ব্যাঙ্কে টাকা রাখলে উক্ত টাকার সুদ হয়ে থাকে, তাই প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে টাকা রাখা ঠিক নয়। প্রয়োজন বশতঃ যদি রাখতেই হয়, সে ক্ষেত্রে যে পরিমাণ টাকা ব্যাঙ্কে রাখা হবে, কেবল সেই পরিমাণ টাকা গ্রাহক নিতে পারবে। তার অতিরিক্ত টাকা সুদ হওয়ার কারণে গ্রাহকের জন্য বৈধ নয়। তবে, উক্ত সুদ ব্যাঙ্কে ছেড়ে রাখা যাবে না। বরং, ব্যাঙ্ক থেকে উঠিয়ে নিয়ে, সাওয়াবের নিয়্যত ছাড়া শুধু দায়মুক্ত হওয়ার উদ্দেশ্যে গরীব, অসহায় মানুষকে দান করে দিতে হবে।
নবী মুহাম্মদ (সা.) বলেছেন: "সুদে রয়েছে সত্তরটি গুনাহ। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো এমন, যেমন একজন পুরুষ তার মায়ের সাথে জিনা করে।" (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২২৭৪)
জাবির (রাঃ) থেকে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) লা'নত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দু'জনের উপর এবং বলেছেন এরা সবাই সমান। (সহীহ মুসলিম, হাদিস নং ৩৯৮৫)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৮ সফর, ১৪৪৬ হিজরী ( 24/08/2024 )
উত্তর দেখা হয়েছে : 173