প্রশ্ন
মানন মুফতি সাহেব, দয়া করে একটু জানাবেন। আমাদের গ্রামিণ জানাযা গাহের নির্মাণ কাজ চলছে। কিন্তু টাকার অভাবে কাজটা থেমে আছে। এ মুহূর্তে কিছু সমস্যার জন্য আমরা গ্রামবাসির কাছে টাকা চাইতেও পারছিনা। এরকম অবস্থায় আমরা কি কিছু দিনের জন্য আমাদেরই গ্রামের মসজিদ কমিটির কাছ থেকে মসজিদের ফান্ড থেকে টাকা ধার নিতে পারি ? শরিয়ত কি মসজিদ কমিটিকে মসজিদ এর ফান্ড থেকে বিশেষ প্রয়োজনে টাকা ধার দেওয়ার অনুমতি দেয় ?
প্রশ্নকারীর নাম: Javed Rana
প্রশ্নকারীর ঠিকানা: Vill&Po-- Salaidanga Ps--Gazole Dt--Malda
প্রকাশিত: 09-08-2024
উত্তর
ফতওয়া নং ৪৫৩মাসজিদের ফান্ডের টাকা আমানত। অতএব উক্ত টাকা মাসজিদ সংক্রান্ত খাতে ব্যয় করা ছাড়া অন্য কোথাও খরচ করা বা ধার দেওয়ার অধিকার মাসজিদ কমিটির নেই। ( ফাতাওয়া দারুল উলুম ১৩/৪৬৯, আপকে মাসাইল···৩/২৭০,কিতাবুন্নাওয়াযিল ১৭/৫৭৪, ফাতাওয়া কাসিমিয়্যাহ্ ১৮/২২৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৮ সফর, ১৪৪৬ হিজরী ( 24/08/2024 )
উত্তর দেখা হয়েছে : 743