গোঁফ মুন্ডন করা বা চেঁছে ফেলা

প্রশ্ন

   আসসালামু আলাইকুম, সম্মানিত মুফতি সাহেব, আমরা জানি হুজুর সা: বলেছেন তোমরা দাড়ি লম্বা করো ও গোঁফ ছোট করো,এখন আমার জানার বিষয় হলো গোঁফ কাটা বা ব্লেড দিয়ে চেছে দেওয়া বা মেশিন দিয়ে কেটে ফেলা সবি কি জায়েজ নাকি ব্লেড দিয়ে চাছা যাবেনা?দয়া করে দলিল সহ জানাবেন।

প্রশ্নকারীর নাম: আব্দুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: বীরভূম

প্রকাশিত: 09-08-2024

উত্তর

ফতওয়া নং ৪৫৪

   গোঁফ ব্লেড দিয়ে চেঁছে ফেলাও জাইয; তবে উত্তম হলো কাঁচি বা মেশিন দিয়ে কেটে ফেলা। (কেফায়াতুল মুফতী ৯/১৭৯)

 

 

 

   স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৮ সফর, ১৪৪৬ হিজরী ( 24/08/2024 )


উত্তর দেখা হয়েছে : 630