যেহারের সংজ্ঞা ও তার হুকুম

প্রশ্ন

   যেহার কাকে বলে এবং যেহারের হুকুম কি ?

প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়

প্রকাশিত: 11-08-2024

উত্তর

ফতওয়া নং ৪৫৫

   যেসকল মহিলা বংশ, দুধপান কিংবা দাম্পত্য সম্বন্ধসূত্রে সর্বসম্মতভাবে চিরস্থায়ী হারাম, তাদের কারো সাথে আপন স্ত্রীকে তুলনা করাকে যেহার বলে -( ইনায়া ৪/২৪৬)
যেহারের হুকুম হলো কাফফারা আদায় না করা পর্যন্ত সহবাস ও সহবাসের আনুষঙ্গিক ক্রিয়াদি হারাম হবে। তবে বিবাহ বহাল থাকবে।( ইনায়া ৪/২৪৭ )

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৮ সফর, ১৪৪৬ হিজরী ( 24/08/2024 )


উত্তর দেখা হয়েছে : 169