ইলমে বাতিন

প্রশ্ন

     ইলমে বাতিন কি বিস্তারিত জানতে চাই

প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়

প্রকাশিত: 14-08-2024

উত্তর

ফতওয়া নং ৪৫৯

    যেমন কিছু ইবাদত ও বিধি-নিষেধ আছে যা মানুষের বাহ্যিক দেহ সম্পর্কিত, যেমন নামাজ পড়া, রোজা রাখা, মিথ্যা না বলা, গীবত না করা, হারাম খাদ্য থেকে বিরত থাকা এবং কারো অধিকার দমন না করা—এগুলি বাহ্যিক শরিয়তের বিধি।তেমনি কিছু বিধি-নিষেধ আছে যা মানুষের অন্তর সম্পর্কিত, যেমন ধৈর্য ধারণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, অন্তরে তাকওয়া ও আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করা, গর্ব, লোভ ও কামনা থেকে বিরত থাকা—এগুলি অন্তরের শরিয়তের বিধি।যেভাবে বাহ্যিক বিধি যেমন নামাজ ও রোজা শরিয়তের অংশ, তেমনি অন্তরের বিধি যেমন ধৈর্য, কৃতজ্ঞতা, বিনয়, আল্লাহর প্রতি ভয় রাখা  এবং গর্ব, লোভ ও কামনা থেকে মুক্তি পাওয়া শরিয়তের অংশ। যেসব জ্ঞান অন্তরের বিধি শেখায় এবং সেগুলোর বাস্তবায়নের পদ্ধতি ব্যাখ্যা করে, তা সুফিবাদ ও তরিকত নামে পরিচিত। এটিও শরিয়তের একটি অংশ।

 

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৮ সফর, ১৪৪৬ হিজরী ( 24/08/2024 )


উত্তর দেখা হয়েছে : 228