প্রশ্ন
কিস্তিতে বাইক নেওয়া যাবে কি ? বিস্তারিত বলবেন ।
প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক
প্রশ্নকারীর ঠিকানা: অনিচ্ছুক
প্রকাশিত: 16-08-2024
উত্তর
ফতওয়া নং ৪৫৮ নিন্মলিখিত শর্তসাপেক্ষে কিস্তিতে ক্রয়-বিক্রয় করা জায়েজ আছে।
১. পণ্যের মূল্য ও আদায়ের তারিখ সুনির্দিষ্ট হতে হবে।
২. চুক্তির সময় পণ্যের মূল্য চূড়ান্ত হওয়ার পর কিস্তি আদায়ে বিলম্ব বা পণ্যের দাম বেড়ে যাওয়া ইত্যাদির কারণে পুনরায় মূল্য বৃদ্ধি করা যাবে না।
৩. কিস্তি আদায়ের জন্য পণ্য আটকে রাখা যাবে না; বরং চুক্তির পর পরই পণ্য ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে।
মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী জিদ্দা ৭/২/৩২-৩৬; বাইউত তাকসীত ওয়া আহকামুহু, সুলাইমান আততুরকী পৃষ্ঠা : ২২৮; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা, আল্লামা তাকী উসমানী ১/৭
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৮ সফর, ১৪৪৬ হিজরী ( 24/08/2024 )
উত্তর দেখা হয়েছে : 576