প্রশ্ন
যদি কোনো মহিলা ওষুধ খেয়ে মেন্স বন্ধো করে রাখে। তো সেই সময় সে মহিলা কি নামাজ পড়তে পাবে ?
প্রশ্নকারীর নাম: ইমরান গাজী
প্রশ্নকারীর ঠিকানা: সন্দেশ খালী
প্রকাশিত: 17-08-2024
উত্তর
ফতওয়া নং ৪৬০
ওষুধের মাধ্যমে যদি কোনো মহিলা মেন্স বন্ধ করে রাখে এবং মেন্স শুরু না হয়, তাহলে ওই মহিলা পবিত্র বলে বিবেচিত হবে এবং নামায, রোযা ইত্যাদি করতে পারবে।( কিতাবুন্নাওয়াযিল ৩/১৮১ )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ সফর, ১৪৪৬ হিজরী (01/09/2024)
উত্তর দেখা হয়েছে : 434