প্রশ্ন
জনাব মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো এই যে, আমাদের গ্রামের কবরস্থানে কিছু গাছ গ্রামের সাধারণ মানুষ ও কিছু গাছ কবরস্থান কমিটি লাগিয়ে ছিল। এখন ঐ সমস্ত গাছে ফল হয়েছে। সমস্ত গাছের ফল খাওয়া যাবে কি না? ওর মধ্যে কিছু আম গাছও আছে যা প্রতি ২ বছর অন্তর লিয দেওয়া হয়, এমন করাটা শারিয়া মতে কেমন ? তা ছাড়া কিছু কবর মাটি ধসে সমান হয়েগেলে তাতে শাকসবজি চাষ করে তা নিজেরা খাওয়া বা বিক্রয় করা কেমন হবে জানালে উপকৃত হবো।
প্রশ্নকারীর নাম: সেখ নিজাম আলী
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম :- ডাঙ্গাদিঘীলা, থানা:- খড়দহ , উঃ ২৪ পরগনা
প্রকাশিত: 18-08-2024
উত্তর
ফতওয়া নং ৪৬১যদি কোনো ব্যক্তি ওয়াকফ্ফ কিংবা জনসাধারণের কবরস্থানে গাছ লাগায় তাহলে ওই ব্যক্তি গাছ লাগানোর সময়ের নিয়্যাতের ওপরই বিষয়টি নির্ভর করবে। অর্থাৎ যদি গাছ লাগানোর সময় ওয়াফ্ফের নিয়্যাত করে তাহলে গাছ ওয়াক্ফ হবে। এবং তা কবরস্থানের উন্নয়নের কাজেই ব্যায় করতে হবে। আর যদি নিজে উপকৃত হওয়ার জন্য নিয়্যাত করে তাহলে ওই ব্যক্তির অনুমতি ছাড়া অন্য কারো জন্য ওই গাছ থেকে ফল খাওয়া বা বিক্রি করা জায়েয হবে না। কিন্তু মুতাওয়াল্লী এবং জনসাধারণের জন্য পূর্ণ অধিকার আছে, যখনই ইচ্ছা ওয়াকফের নিয়্যাত ছাড়া লাগানো গাছ কাটা অথবা উঠানোর জন্য বাধ্য করা। ( কিফায়াতুল মুফতী, ৭/১২০)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ সফর, ১৪৪৬ হিজরী (01/09/2024)
উত্তর দেখা হয়েছে : 640