ইমামের পিছনে মুক্তাদী ভুল করলে

প্রশ্ন

  সম্মানিত মুফতি সাহেব,আমার প্রশ্ন এই যে ইমামের পিছনে মুক্তাদি তাশাহুদ ভুল পড়লে বা দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে দরুদ শরীফ পড়লে কি ইমামের সালাম ফিরানোর পড় মুক্তাদির নামাজ পড়তে হবে.? বিস্তারিত বললে উপকৃত হতাম।

প্রশ্নকারীর নাম: Md Oliullah

প্রশ্নকারীর ঠিকানা: Gram Lalmohan pur, s.p sadai pur,(suri) Birbhum W.B

প্রকাশিত: 18-08-2024

উত্তর

ফতওয়া নং ৪৬২

   যদি এমন ভুল হয় যার দ্বারা অর্থের মধ্যে  গুরুতর পরিবর্তন হয়ে  নামায নষ্ট হয়ে যায়, তাহলে  নামায পুনরায় পড়তে হবে। 

নফল ছাড়া অন্য নামাযে  তাশাহহুদের পর দরূদ শরীফ পড়া নিষেধ। এতদসত্ত্বেও   ইমামের পিছনে মুক্তাদী যদি তাশাহহুদের পর দরূদ শরীফ পড়ে ফেলে, তার কারণে নামায পুনরায় পড়তে হবে না। ( আলমগীরী ১/১২৮ )

 

 

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ সফর, ১৪৪৬ হিজরী (01/09/2024)


উত্তর দেখা হয়েছে : 431